ব্রাহ্মণবাড়িয়ায় বিকল হয়ে পড়লো তিতাস কম্পিউটার ট্রেন

Share the post
মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ায় সেপ্টেম্বর দুপুর ১ টায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিতাস কম্পিউটার ট্রেনটি হঠাৎ করেই ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ট্রেনটি দীর্ঘক্ষণ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। হঠাৎ এমন ঘটনায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। নারী-পুরুষ ও শিশু যাত্রীরা ট্রেনের ভেতরে অস্বস্তিকর অবস্থায় অপেক্ষা করছেন।
এ বিষয়ে তিতাস ট্রেনের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, “যেহেতু ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, কন্ট্রোলের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারব না। তবে আমাদের চেষ্টা চলছে, কিছুক্ষণ সময় লাগতে পারে।”
এদিকে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায়ই এই রুটে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় তাদের ভোগান্তির শেষ থাকে না। তারা দ্রুত সমাধানের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]