বরিশাল নগরীর ১৩ নং ওয়ার্ডের নিম্ন আয়ের পরিবারগুলোর ঘরে ১৫শ ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে
শাওন অরন্য সিনিয়র নিউজ রিপোর্টার বরিশাল: চলমান সংকটময় পরিস্থিতিতে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী নিম্ন আয়ের পরিবারগুলোর মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।

করোনা ভাইরাসের কারণে চলমান সংকটময় পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী নিম্ন আয়ের পরিবারগুলোর মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। আজ প্রায় ১৫শ ত্রাণ নগরীর ১৩ নং ওয়ার্ডের নিম্ন আয়ের পরিবারগুলোর ঘরে পৌঁছে দেয়া হয়েছে।

মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ এর উদ্যোগে ৩০ মার্চ শুরু হওয়া এই কার্যক্রমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪০হাজার পরিবার। আজকে পর্যন্ত প্রায় ২০ হাজার পরিবার এই ত্রাণের আওতায় এসেছে। “করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকার বিকল্প নাই। আপনি ঘরে থাকুন, আপনার জন্যই বাইরে আমরা। নিজে সুস্থ থাকুন, পরিবারের সবার সুস্থতা নিশ্চিত করুন।”
