নীলফামারী জেলা সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউসিলর, মোঃ ইরশাদ হোসেন (পাপ্পু) এর উদ্দেগে দুর্গা মিল এলাকায়, সি ডি সির সদ্যসা দের মধ্যে UNDP প্রজেক্ট এর মাধ্যমে প্রতি পরিবার কে ৪ টি করে সাবান বিতরণ করা হলো।
মোঃ মাইনুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলা সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউসিলর, মোঃ ইরশাদ হোসেন (পাপ্পু) এর উদ্দেগে দুর্গা মিল এলাকায়, সি ডি সির সদ্যসা দের মধ্যে UNDP প্রজেক্ট এর মাধ্যমে প্রতি পরিবার কে ৪ টি করে সাবান বিতরণ করা হলো।ধন্যবাদ সন্মানিত মেয়র মহোদয় কে।।। সেই সাথে আজ ঢাকা থেকে আসায় ১১নং ওয়াডে টি আর রোডে একজনের বাড়ি করোন্টাইন করা হলো।। মহান আল্লাহ আামাদের সবাইকে ক্ষমা ও রক্ষা করুন, তিনি আরও বলেন ১১নং ওয়াডের পাশে আছি সব সময় পাশে থাকব আগামীতে ও পাশে থাকব আপনারা সচেতন হবেন কেউ কাজ ছাড়া ঘর থেকে বের হবেন না, হাত সাবান দিয়ে ২০ সেকেন্ড ভালভাবে ধুয়ে নিবেন মাস্ক ব্যাবহার করবেন, আপনারা নিজে ঘর থেকে বের হবেন না অপর কে, বের না হতে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সহায়তা করুক আমিন,
