কোনাবাড়ী ভুয়া কাগজে স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেলে অবস্থান, যুবক-যুবতী আটক

Share the post

জুলফিকার আলী জুয়েলঃগাজীপুরের কোনাবাড়ী বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেল থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে অবস্থান করার সময় এক যুবক ও এক যুবতীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে ওই যুবক-যুবতী ‘নিউ মুন ফ্রেস’ নামের হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে একটি কক্ষে ওঠেন। পরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী থানার এসির নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে তারা স্বামী-স্ত্রী দাবি করলেও জিজ্ঞাসাবাদে বিষয়টি ভিন্ন চিত্র প্রকাশ পায়। পুলিশ যখন তাদের শ্বশুর-শাশুড়ির নাম জানতে চান, তখন তারা কোনো উত্তর দিতে পারেননি। এতে স্পষ্ট হয় যে ভুয়া কাগজপত্র ব্যবহার করে তারা হোটেলে প্রবেশ করেছিলেন।

ঘটনাস্থল থেকে জাল কাগজপত্রও জব্দ করেছে পুলিশ। বর্তমানে আটক দুজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

স্থানীয়রা অভিযোগ করেন, হোটেলটি খোলার পর থেকেই অসামাজিক কার্যকলাপ চলছে। তারা জানান, হোটেলের মালিক, ও মোবাইলের শোরুম, পূর্বে মুরগির দোকানি ছিলেন; হঠাৎ করেই তিনি আবাসিক হোটেলের মালিক বনে যান।

কোনাবাড়ী থানার এসি বলেন, “ঘটনার তদন্ত চলছে। ভুয়া কাগজপত্র ব্যবহার ও হোটেল কর্তৃপক্ষের দায়-দায়িত্ব খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের অসামাজিক কার্যকলাপ সমাজকে বিপথগামী করছে। তারা হোটেলগুলোর ওপর নিয়মিত তদারকি ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কোনাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা

Share the post

Share the postগাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় গলায় ফাঁস নিয়ে শাহেরা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত শাহেরা আক্তার লালমনিরহাট সদর থানার পর্ণপুর গ্রামের ইউনুছ আলীর মেয়ে। বর্তমানে তিনি স্বামী মাজহারুল ইসলামের সঙ্গে কোনাবাড়ীর আমবাগ […]

কালিয়াকৈরে জমে উঠেছে মাসব্যাপী শিল্প পণ্য ও বানিজ্য  মেলা 

Share the post

Share the post স্বপন সরকার  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : জীপুরের কালিয়াকৈর উপজেলায় জমে উঠেছে মাসব্যাপী শিল্প পণ্য ও বানিজ্য মেলা। কালিয়াকৈর  প্রেসক্লাবের আয়োজনে  কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হচ্ছে  শিল্প  পণ্য  ও বানিজ্য মেলা  । শিল্প পণ্য ও বানিজ্য মেলাটি বেশ জমে উঠেছে ক্রেতা ও দর্শনার্থীদের  উপচে পড়া ভিড় । মেলায় শতাধিক স্টলে বিভিন্ন রকম পণ্য […]