মিরাসানী পলিটেকনিক একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কম্পিউটার ল্যাব উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত। 

Share the post

মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাসানী পলিটেকনিক একাডেমি হাইস্কুলে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে প্রতিষ্ঠিত আধুনিক কম্পিউটার ল্যাবরেটরির শুভ উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৬ সেপ্টেম্বর, শনিবার দুপুর ১২টায় একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরাসানী পলিটেকনিক একাডেমি হাইস্কুলের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ আবু নোমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল হক খোকন, সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোঃ সজল মিয়া সহ আরো বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে মিরাসানী পলিটেকনিক একাডেমিতে এই কম্পিউটার ল্যাব স্থাপন একটি সময়োপযোগী উদ্যোগ। এজন্য আমি বাংলাদেশ ব্যাংককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একইসঙ্গে এই আয়োজনের সঙ্গে জড়িত সকলকে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভবিষ্যতে বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরাসানী পলিটেকনিক একাডেমির প্রাক্তন ছাত্র ও সাবেক ছাত্রনেতা মোঃ আসাদুল হক শিপন।

সুধী সমাবেশে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় ২৯৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ২৯৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। সোমবার ২৩ সেপ্টেম্বর গভীর রাতে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদে জানা যায়, সদর উপজেলার বুধল ইউনিয়নের হাঁটিহাতা এলাকায় ফেনসিডিলের চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ […]

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ভাবে থাকা রেলওয়ে ক্রসিং বন্ধ করতে এসে এলাকাবাসীর তোপের মুখে পড়েন রেলওয়ে কর্তৃপক্ষ। 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় যাত্রী ও সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যুর পর অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে এসে তোপের মুখে পড়েন রেলওয়ে কর্তৃপক্ষ। পথ খোলা রাখার দাবি জানিয়ে এলাকাবাসী দুই ট্রেন আটকে দেয়। বুধবার ১৭ সেপ্টেম্বর সকালে মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর আখাউড়ার […]