প্রশাসন ও ঘাটকতৃপক্ষের অবহেলা নয় কি..?
নিজস্ব প্রতিবেদন: প্রতিদিনের মত আজও চলছে কুমিরা-গুপ্তছড়া ঘাট দিয়ে যাত্রী পারাপার।খুব ভোরে ছাড়া হয় লাল বোট। এছাড়া বাঁশবাড়িয়া দিয়েও মালের বোট ও লাল বোট দিয়ে যাত্রী পারাপার করার অভিযোগ উঠেছে। সচেতন মহল বলেন, যদি এখনো যাত্রীপারা পার বন্ধ না হয় তাহলে সন্দ্বীপে সারে চার লাখ মানুষ থাকবে সম্পূর্ণ ঝুকিতে। প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষের নিকট বিনীত আহবান দয়া করে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন।