

আবুল হাশেম,ধোবাউড়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় জুলাই আন্দোলনে শহীদ শাহজাহানের নামে মিনি সাট্যাডিয়াম উদ্বোধন করা হয়েছে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্ট্যাডিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রিড়া মন্ত্রানালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া। সারাদেশে ১৭ টি সাট্যাডিয়াম উদ্বোধন করেন। ধোবাউড়ায় উদ্বোধনী অনুষ্ঠানটি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এসময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, জামায়াতের আমির আঃ হালিম, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) সমন্বয়কারী আতিকুর রহমান, কোচ জুয়েল মিয়া,জুলাই আন্দোলনে আহত রায়হান মাহমুদ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ।