উল্লাপাড়ায় কিশোর সিহাব প্রামানিক কে বিদ্যালয়ের পিলারে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে

Share the post
জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধ: উল্লাপাড়ায় কিশোরকে বিদ্যালয়ের পিলারে বেঁধে নির্যাতনের অভিযোগ উল্লাপাড়ায় কিশোর সিহাব প্রামানিক কে বিদ্যালয়ের পিলারে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের গোনাইগাতী গ্রামে এক কিশোরকে বিদ্যালয়ের পিলারে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ২৭ জুলাই ২০২৫ তারিখে। ভুক্তভোগী কিশোরের নাম সিহাব প্রামানিক (১৫), যিনি গ্রামেরই বাসিন্দা। সিহাবের পিতা জমিন প্রামানিক জানান, বেলা তিনটার দিকে নুরু ডাক্তার (স্থানীয় জামাতের সাধারণ সম্পাদক) এবং তার সঙ্গীরা সিহাব কে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
 সিহাব প্রাণে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিলেও তারা তাকে ধরে নিয়ে যায় এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিলারে বেঁধে মারধর করে। জমিন প্রামানিক অভিযোগ করেন, নুরু ডাক্তার, মামুন মাষ্টার এবং আনোয়ার মাষ্টার তাদের কাছে চাঁদা দাবি করেন। জমিন প্রামানিক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের বিরুদ্ধে নামমাত্র বিচার বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, সিহাব কে যখন নির্যাতন করা হচ্ছিল, তখন অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। তবে ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেননি।
স্থানীয় মানবাধিকার কর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের ঘটনা সমাজে ভয়াবহ প্রভাব ফেলে এবং শিশুদের জন্য নিরাপত্তা ঝুঁকি বাড়ায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করবেন এবং দোষীদের আইনের আওতায় আনবেন।
এই ঘটনাটি সমাজের নৈতিকতার অবক্ষয়ের একটি উদাহরণ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যাতে সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করতেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনার পর, স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং অনেকেই তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৩ জনকে আটক করেছে বিজিবি

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ভারত থেকে পুশইন করা ১৩ জনকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র  সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জন পুরুষ নাগরিককে প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন […]

ভোলায় জিঙ্ক ধানের বীজ সংরক্ষণ ও বিপণন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ‘জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণ ও বিপণন’ বিষয়ক এক দিনব্যাপী লিড ফার্মার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালকের কার্যালয়ে এই আয়োজন করা হয়। কর্মশালাটি গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বাংলাদেশ-এর অর্থায়নে কৃষি […]