অস্বচ্ছল মা ও শিশুর চিকিৎসা সেবায় রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং
আজ বিকাল ৫ ঘটিকায় রোটারি ইন্টারন্যাশনাল ঘোষিত মেটারন্যাল ও চাইল্ড কেয়ার মাস উপলক্ষ্যে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ মতিন এর নেতৃত্বে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মা ও শিশুর চিকিৎসার্থে রোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
উক্ত প্রোগ্রামে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান আনোয়ারুল কবির কামরুল, সেক্রেটারি রোটারিয়ান মোঃ শাহাদাৎ হোসেন, পিপি রোটারিয়ান প্রশান্ত কুমার দাস, পিপি রোটারিয়ান মো: ফোরকান উদ্দিন, পি পি রোটারিয়ান অরবিন্দ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা খানম, ঊষা রানী দে- সহ ১১ নম্বর শিশু ওয়ার্ডের কর্তব্যরত কর্মচারীগণ ।
ছবি : রাকিবুল হাসান রাহাদ