যৌথবাহিনীর অভিযানে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাদকসহ গ্রেপ্তার।
মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নিলুফা ইয়াসমিন (৪৫) সহ তার সহযোগী সাব্বিরুল আলম (৪০)কে যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় নিফুফা ইয়াসমিনের বাড়ি থেকে তাদেরকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। এসময় নিলুফা ইয়াসমিনের স্বামী মাদক কারবারি মিনার মিয়া কৌশলে পালিয়ে যায়। এসময় তাদের নিকট থেকে ৯৬ বোতল ফেন্সিডিল, ৩০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো (খ ১৪-০১৫৪), দুটি মোবাইল ফোন ও নগদ ৩,৮০০ টাকা করে স্বাক্ষীগণের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম প্রতিবেদককে জানাই সেনাবাহিনীর অভিযানে মাদকসহ বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে গ্রেফতারের পরে থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।