শরীয়তপুরের সখিপুর থানার ডিএমখালি এলাকা থেকে ১১৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

Share the post
এম এম জসিম উদ্দিন  শরীয়তপুর : আটককৃত যুবকের নাম ইখতিয়ার হোসেন সানজিদ (২৪)। সে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বালুর চর (হাজীপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবুল খায়ের সরদার।
শনিবার (২৬ জুলাই ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হকের নেতৃত্বে এসআই মেজবাহ উদ্দিন, এএসআই সানোয়ার এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৪,৮০০ টাকা।
এ বিষয়ে ওসি ওবায়দুল হক বলেন, “আমরা সখিপুর থানাকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এজন্য এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন, যাতে আমরা মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে পারি।”
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।