খালিয়াজুরীতে সড়কের অভাবে, চালু হচ্ছে না হাওর ফায়ার সার্ভিস স্টেশন

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় হাওর এলাকার বাসিন্দাদের দুর্যোগ মোকাবিলায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফায়ার সার্ভিস স্টেশন চালু হয়নি এখনোও। ২০০ মিটার রাস্তা পাকাকরণের অভাবে স্টেশনটির কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাওরাঞ্চলে প্রতিনিয়ত অগ্নিকাণ্ড, নৌ-দুর্ঘটনাসহ সড়ক দুর্ঘটনা থেকে মানুষের প্রাণ রক্ষা, ক্ষয়ক্ষতি মোকাবিলায় দ্রুত ফায়ার স্টেশনটি চালুর দাবি জানিয়েছেন হাওরবাসী।
নেত্রকোণা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, সব সরঞ্জাম প্রস্তুত আছে। ২০০ মিটার রাস্তা পাকা করা হলেই সেবা দেওয়া সম্ভব হবে। ফায়ার স্টেশনটিতে যেতে কাঁচা সড়ক থাকলেও, সেটি দ্রুত পাকা করার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
জানা গেছে, ২০২০ সালে ১০ সেপ্টেম্বর কলমাকান্দা হাওরে গোমাই নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে ১২ জন প্রাণ হারাণ। এতে নিখোঁজ হয়েছিল আরও ১০ জন। পরে তাদেরকে বিভিন্নভাবে উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন সময় হাওড়ে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, হাওয়ার এলাকায় ফায়ার স্টেশন থাকলে এতো হতাহতের ঘটনা ঘটত না। জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী, কলমাকান্দার হাওরজুড়ে বাসিন্দাদের কান্নার শেষ নেই। তাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি ফায়ার স্টেশন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, নেত্রকোণার হাওরাঞ্চলে পাঁচ বছরে ১২টি নৌ-দুর্ঘটনা, ৩১১টি অগ্নিকাণ্ড, আটটি সড়ক ও ২৯টি অন্য দুর্ঘটনাসহ মোট ৩৬০টি দুর্যোগে ৫৪ জন প্রাণ হারিয়েছেন। এতে ক্ষয়ক্ষতি হয়েছে চার কোটি ২৩ লাখ ৭২ হাজার টাকা। তিনি বলেন, এ অবস্থায় তিন বছর আগে খালিয়াজুরী উপজেলা সদরে তিন কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে হাওরাঞ্চল উপযোগী ফায়ার স্টেশন নির্মাণের কাজ শুরু হয়। এক বছর হয় নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু এখনো চালু করা সম্ভব হয়নি। স্টেশনটি থেকে বের হতে ২০০ মিটার রাস্তা পাকাকরণের অভাবে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব হচ্ছে না বলে ভাষ্য ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার।
রাস্তাটি পাকা করার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, ফায়ার সার্ভিসের কার্যালয় নির্মাণ করা প্রতিষ্ঠানটি ভবন হস্তান্তরের কথা বলেছে। ফায়ার সার্ভিসকে ভবনটি গ্রহণ করার জন্য বলা হয়েছে। তবে তাদের একটা বক্তব্য, কার্যালয়ে যেতে রাস্তার একটা সমস্যা আছে। তিনি বলেন, বিষয়টি শোনার পর সেখানে যাতায়াতে একটি কাঁচা রাস্তা নির্মাণ করে দিয়েছি। এখন তারা রাস্তাটি পাকা করে চেয়েছেন। গণপূর্ত বিভাগ কার্যালয়টি নির্মাণ করেছে। তারা বলছে, পরবর্তীতে একটা প্রকল্প করে রাস্তাটি পাকা করে দেওয়া হবে।
ফায়ার সার্ভিসকে স্টেশনটি গ্রহণ করে কার্যক্রম শুরু করতে বলা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, কিছু অসুবিধাতো থাকেই। সব সুবিধা সবসময় হয় না। সেগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করব। চলতি অর্থবছরে একটা প্রকল্প নিয়ে তাদের যত অসুবিধা আছে তা সমাধান করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ। চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা।

Share the post

Share the postমোঃ রুবেল: ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ।স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করছে সামাজিক সংগঠন’ ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের ৬৪ টি জেলায় ও ৮ বিভাগের চলোমান কর্যক্রম। চট্টগ্রাম বিভাগীয় কমিটি নিয়ে নতুন পথ চলার দায়িত্ব তুলে দেওয়া হল। একের কাঁদে অন্য হাত,মানবতার বাঁধন টিকে থাক,এই স্লোগানকে বুকে লালন করে একদণ তরুণ স্বেচ্ছাসেবক মানবতার […]

চন্দনাইশে মানবতার ফেরিওয়ালার পক্ষ থেকে এক নারীকে সেলাই মেশিন উপহার

Share the post

Share the postমোঃ রুবেল খান, চট্টগ্রাম:চন্দনাইশের মধ্যম হাশিমপুর ৪নং ওয়ার্ডের মোজাহের পাড়ার বাসিন্দা মুন্নি নামে এক নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছে মানবতার ফেরিওয়ালা স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্বাবলম্বী করতে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।