ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান!

Share the post
মহিদুল ইসলাম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে ১০ বছরে ডিজি অফিসের পাঠানো মেশিনারির কোনো তালিকা নেই! পুরনো মেশিন নিলামে বিক্রি হয়েছে কিনা বা কোথায় আছে- সেই তালিকাও খুঁজে পাওয়া যাচ্ছে স্টোররুমে। গাইডচার্ট মেনে রোগীদের খাবার দেওয়া করা হয় না, বহির্বিভাগে প্রেসক্রিপশন করেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। প্রেসক্রিপশনে কোনো এডভাইস করা হয়না -এমন বেশকিছু অনিয়ম অবহেলার ঘটনা জানা গেছে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে।
গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের অভিযানে এসব অনিয়মের বিষয় নজরে এসেছে। দুদক টিম বুধবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালায়।
দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন সূত্রধর এ অভিযানে নেতৃত্ব দেন।
জানা গেছে, ৪ সদস্যের দুদক টিম গতকাল বুধবার দুপুর ১২টার দিকে প্রথমেই বহির্বিভাগ পরিদর্শন করেন ও চিকিৎসা সম্পর্কে রোগীদের সঙ্গে কথা বলেন। এসময় টিম সদস্যরা জানতে পারেন, বর্হিবিভাগে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার দ্বারা রোগীর প্রেসক্রিপশন করা হয়। এরপর তারা হাসপাতালের  বিভিন্ন ওয়ার্ড, অন্তবিভাগ, জরুরি বিভাগ, স্টোররুম, পরিদর্শক এবং অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণের সময় বেশ কয়েকটি অনিয়ম ও অব্যবস্থা দু’দকের কাছে ধরা পড়ে। এছাড়া হাসপাতালে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয় বলেও দুদকের অনুসন্ধানে জানা গেছে।
দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর সাংবাদিকদের জানান, দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে বেশকিছু অনিয়মের অভিযোগে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা অভিযান শুরু করেন। অভিযানে বেশকিছু অনিয়মের টিমের নজরে এসেছে তাদের। তবে  এসব অনিয়মের স্বপক্ষে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ উপযুক্ত কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়াও আরও বিষয় অনুসন্ধান করা হচ্ছে। এরপর এসব নিয়ে তদন্ত প্রতিবেদন ঢাকা পাঠানো হবে। পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিবে দুদক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঈশ্বরদীতে ভেঙ্গে ফেলা আ’লীগ কার্যালয়ের স্থলে নির্মিত হচ্ছে রূপপুর প্রকল্পের ওয়েদার মনিটরিং টাওয়ার

Share the post

Share the postমহিদুল ইসলাম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের ভেঙ্গে দেওয়া কার্যালয়ের স্থলে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের ‘ওয়েদার মনিটরিং টাওয়ার’। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর ভেঙে দেওয়া হয় শহরের ফকিরের বটতলা সংলগ্ন উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়। মূলত সেই জমিতেই নির্মাণ করা […]

ঈশ্বরদীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ!

Share the post

Share the postমহিদুল ইসলাম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:নিরাপদ সড়ক চাই, ভালোভাবে স্কুলে যাই’ এই শ্লোগানকে সামনে রেখে সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর বালক উচ্চ বিদ্যালয় ও রূপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে পাবশী-পাবনা মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচী পালন করে। প্রায় ঘন্টা ব্যাপী চলা […]