বগুড়া শহরে ছাত্রাবাসের কক্ষে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

Share the post
এস.এম.জয়, বগুড়া : বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়ার একটি ছাত্রাবাসে তারিকুল ইসলাম তোহা (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২১শে জুলাই) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
নিহত তোহা বগুড়ার গাবতলী উপজেলার সোনার তাহির গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে। সে সেউজগাড়ী পালপাড়ায় ইসকন মন্দিরসংলগ্ন মোহাম্মদ বাপ্পির ছাত্রাবাসে থেকে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগে পড়াশোনা করত। চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল সে।
তোহার বন্ধুদের ভাষ্য অনুযায়ী, সে একজন মেয়েকে ভালোবাসত। গত কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে মেয়েটির সঙ্গে ফোনে ঝগড়ার একপর্যায়ে তোহা রুমের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে সে তার এক চাচাতো ভাইকে ফোনে জানায় যে, সে আত্মহত্যা করতে যাচ্ছে এবং সেইসঙ্গে আত্মহত্যার প্রস্তুতির ছবি মেসেঞ্জারে পাঠায়।
খবর পেয়ে তার চাচাতো ভাই বিষয়টি সাবেক রুমমেট সৈকতকে জানায়। সৈকতের মাধ্যমে ছাত্রাবাসের আরেক শিক্ষার্থী লাবিবসহ অন্যরা তোহার কক্ষের কাছে গিয়ে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পায় সে তীরের সঙ্গে ঝুলছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম  “Channel 21”-কে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ- ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবি’র লালন শাহ হল পরিদর্শনে উপাচার্য

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সার্বিক অবস্থা ও খোঁজখবর নিতে সশরীরে হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি হল পরিদর্শনে আসেন। এ সময় হলের লাইব্রেরীর জন্য নিজ অর্থায়নে ৫ হাজার টাকা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর […]

ইবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর এলাকায় পূবালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর অঞ্চলপ্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, কুষ্টিয়া শাখার […]