দুর্গাপুরে এসএসসিতে সেরা হওয়ায়, উপহার পাঠালেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কঠোর পরিশ্রম এবং বাবা মায়ের দোয়া কখনোই বৃথা যায় না। চলতি বছরের এসএসসি পরীক্ষায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে সেরা হয়েছে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিন আহনাফ।

ফাতিন এসএসসিতে চমকপ্রদ ফলাফল করায় শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে কেন্দ্রীয় নেতার পক্ষে ফাতিনের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলা বিএনপি‘র নেতাকর্মীগণ।

ফাতিন আহনাফ পৌরশহরের বাগিচাপাড়া এলাকার মো. লুৎফর রহমান ও শিক্ষক উম্মে কাউসার দম্পতির মেয়ে। এবারের এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে গোল্ডেন ‘এ+’ সহ ১২১৬ নম্বর পেয়ে উপজেলার মধ্যে সেরা হয়েছে। তাঁর এই সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বাবা-মা, আত্মীয় স্বজন সহ অন্যান্যরা আনন্দিত।

এসময় উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ শহীদুল্লাহ খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা এডভোকেট সিদ্দিকুর রহমান আনোয়ারী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইউসুফ খান সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ফাতিনের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মেধাবী শিক্ষার্থী ফাতিন আহনাফ বলেন, আমার এই ভালো ফলাফলের জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে আমাকে উৎসাহ দেয়ার জন্য ব্যারিস্টার সাহেব যে শুভেচ্ছা উপহার এবং ১০ হাজার টাকা মুল্যের প্রাইজবন্ড পাঠিয়েছেন এতে আমি অনেক খুশি। এই শুভেচ্ছা উপহার গুলো আমাকে সামনের ফলাফল গুলো আরো ভালো করার জন্য উৎসাহ যোগাবে। আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই। এ জন্য আমি সকলের দোয়া কামনা করছি।

ফাতিন আহনাফের আত্মীয় আবুল হোসেন বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করায় ব্যারিস্টার কায়সার কামাল সাহেব যে উপহার পাঠিয়েছেন এর জন্য কৃতজ্ঞ। তবে সবচেয়ে বড় কথা হলো, উনি যে সত্যিই একজন যোগ্যনেতা সেটা আবারো প্রমানিত হলো। তিনি সংসদ সদস্য না হয়েও যেভাবে দুর্গাপুর-কলমাকান্দা এলাকার সকল মানুষের পাশে থেকে নানাবিধ সহায়তা করে যাচ্ছেন, সেজন্য উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবি’র লালন শাহ হল পরিদর্শনে উপাচার্য

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সার্বিক অবস্থা ও খোঁজখবর নিতে সশরীরে হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি হল পরিদর্শনে আসেন। এ সময় হলের লাইব্রেরীর জন্য নিজ অর্থায়নে ৫ হাজার টাকা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর […]

ইবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর এলাকায় পূবালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর অঞ্চলপ্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, কুষ্টিয়া শাখার […]