নরসিংদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আশিকুর রহমান, নরসিংদী :-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং জামায়াত-শিবিরের অপ-রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের জেলাখানার মোড় তাহমিদ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি সদর উপজেলা পরিষদের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ।
এসময় জেলা যুবদলের ভিপি ইলিয়াস হোসেন, মাসুদ রানা হাসিবুল,আব্দুর রউফ ফকির রনি, আনন্দ, ফয়সাল মুন্না,শামীম সরকারসহ বিভিন্ন উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা জামায়াতে ইসলামীর নেতাদের হুশিয়ারী করে বলেন, বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কোন কটুক্তি করলে, যুবদলের নেতাকর্মীরা দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। তাই বিএনপির বিরুদ্ধে অপ রাজনীতির চেষ্টা থেকে বিরত থাকুন।