দুগার্পুরে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুগার্পুর উপজেলার ইউনিয়ন বিএনপির নেতা মো. আজিজুর রহমান কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ইউনিয়ন বিএনপি। বুধবার (১৬ জুলাই) সকালে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক মো. ফারুক হাসান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে আপনার (মো. আজিজুর রহমান) বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম এবং নীতিহীন কাজের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে যা দলীয় আদর্শ এবং শৃঙ্খলা বিরোধী। যাহা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তাই সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি বলে বিবেচিত হচ্ছে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাসান বলেন, মো. আজিজুর রহমান গাঁওকান্দিয়া ইউনিয়ন বিএনপির নিবার্হী কমিটির সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম এবং নীতিহীন কাজের অভিযোগ পাওয়া গেছে, এতে দলের ভাবমুর্তির বিষয় জড়িত। তার অবস্থান পরিষ্কারের জন্য তাঁকে ০৫ দিনের সময় দিয়ে শোকজ (কারণ দর্শানো) করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব দিতে না পারলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।