

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত পুকুর সংস্কার, সৌন্দর্য্য বর্ধন এবং সম্মেলন কক্ষের আধুনিকায়নের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
সোমবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক পুকুর সংস্কার ও উপজেলা হলরুমের আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের ফলক উন্মোচন করেন। পরে তিনি পুকুরের উত্তর পাশে একটি গাছের চারা রোপণ করে সবুজায়নের বার্তা দেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এর আগে দুপুর ১টায় শাহজাদপুরে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এরপর জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি ভবনসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন এবং জনগণের ভূমি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে প্রদানের লক্ষ্যে কর্মকর্তাদের নির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।