সন্দ্বীপের দুস্থ ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন আব্দুল কাদের
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি ): বর্তমানে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে মরণ ব্যাধি করোণা ভাইরাস। তার কারণে প্রতি দিন হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। এই ভাইরাস থেকে মুক্তি ও নিরাপদ থাকতে সব দেশে লক ডাউন ঘোষনা করছে সব দেশের সরকার । তার নিয়ম অনুসারে বাংলাদেশের সরকার ও সারা দেশে লক ডাউন ঘোষনা দেন এবং জনগনকে নিরাপদ রাখতে ভিবিন্ন পদ ক্ষেপ গ্রহন করেন । এই লক ডাউনের কারনে সন্দ্বীপের অসহায় ও দরিদ্র জনগনের কাজ বন্ধ হয়ে যাই এবং তাদের পরিবার চলতে কষ্ট কর হয়ে উঠে। তখনি সন্দ্বীপের অসহায় জনগনের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়ান আমেরিকা প্রবাসী সমাজ সেবক আব্দুল কাদের মিয়া । আব্দুল কাদের মিয়ার অর্থায়নে ও আমেরিকা প্রবাসী আব্দুল ওয়াব হাছান এর প্রচেষ্টায় আজ বাউরিয়া ১নং ওর্য়াডের হাজী আব্দুল কাদের মাষ্টার পন্ডিতের বাড়িতে ৬০ পরিবার কে খাদ্য সামগ্রী বিতরণ করেন । বিতরণে সামগ্রী ছিল ১০ কেজি চাউল, ২ কেজি আলু ,১ কেজি পিয়াজ, ১ কেজি ঢাউল ও ১কেজি তৈল খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসি সমাজ সেবক আব্দুল ওয়াব হাছান, আমেরিকা প্রবাসী আনোয়ার হোসেন, মিলাদ হোসেন, ফারুক আহম্মেদ ,মোহাম্মদ আলী ও চ্যানেল21 টিভির প্রতিনিধি ফায়েল মাহামুদ । ধন্যবাদ জানাই সন্দ্বীপেরর কৃতি সন্তান ও সমাজ সেবক আমেরিকা প্রবাসী আব্দুল কাদের মিয়া কে ও আমেরিকা প্রবাসী আব্দুল ওয়াব হাছান কে তাদের দু-জনের প্রচেষ্টায় আজ অনেক অসহায় জনগনের মুখে ফুটবে হাঁসি। ধন্যবাদ মানবতার কাজ করে সন্দ্বীপেরর অসহায় মানুষের পাশে থাকার জন্য।