বাঘাইছড়িতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Share the post

রাঙ্গামাটির বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের যৌথ আয়োজনে আজ সোমবার (৩০ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার নাসিম আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির। ও উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মূল প্রবন্ধ উপস্থাপনায় নাসিম আহমেদ ‘উন্নত চুলা’ ও ‘বায়োগ্যাস প্লান্ট’ স্থাপনের গুরুত্ব, উপযোগিতা ও প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, “উন্নত মানের চুলা ব্যবহারে জ্বালানি খরচ তুলনামূলকভাবে অনেক কম হয় এবং এটি পরিবেশবান্ধব। সাধারণ মানের চুলায় প্রচুর ধোঁয়া ও কালি নির্গত হয়, যা কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। উন্নত চুলার ব্যবহারে গৃহিণীদের স্বাস্থ্য ভালো থাকে, হাঁড়ি-পাতিল কালো হয় না এবং এটি ‘গ্রীনহাউজ ইফেক্ট’ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বায়োগ্যাস প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, “প্রাকৃতিক গ্যাসের মতো বায়োগ্যাস দিয়েও রান্না করা যায়। বায়োগ্যাস দিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, যানবাহন চালানো, খাদ্যশস্য সংরক্ষণ এবং ইনকিউবেটর পরিচালনাও সম্ভব। এছাড়া বায়োগ্যাস রেসিডিউ ব্যবহার করে উন্নতমানের জৈব সার, মাশরুম চাষ, মাছ চাষ, মুক্তো চাষ, কেঁচো চাষ, হাঁস-মুরগি ও মাছের খাদ্য উৎপাদন এবং বীজ অংকুরোদগম করা যায়।”

তিনি আরও জানান, জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট (আইএফআরডি) ইতোমধ্যে এডিপি অর্থায়নে ৩টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। এছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে আরও ২টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ পর্যন্ত আইএফআরডি সারাদেশে মোট ২৯,৭৯১টি পারিবারিক সাইজের বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেছে।

পরিশেষে সেমিনারটি স্থানীয় পর্যায়ে টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৩ জনকে আটক করেছে বিজিবি

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ভারত থেকে পুশইন করা ১৩ জনকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র  সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জন পুরুষ নাগরিককে প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন […]

ভোলায় জিঙ্ক ধানের বীজ সংরক্ষণ ও বিপণন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ‘জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণ ও বিপণন’ বিষয়ক এক দিনব্যাপী লিড ফার্মার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালকের কার্যালয়ে এই আয়োজন করা হয়। কর্মশালাটি গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বাংলাদেশ-এর অর্থায়নে কৃষি […]