নওগাঁয় বাড়তি ভাড়া আদায় রোধে বাস কাউন্টারে সেনাবাহিনীর অভিযান

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁর পত্নীতলায় বাড়তি ভাড়া আদায় রোদে বাস কাউন্টার গুলোতে অভিযান চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। সরকারী নির্ধারিত ভাড়ার চেয়ে যেন সাধারণ মানুষের কাছ থেকে বেশি ভাড়া না নিতে পারে। সেই লক্ষ্যে রবিবার (৮জুন) নওগাঁর নজিপুর ঢাকাগামী বাস কাউন্টার গুলোতে অভিযান পরিচালনা করেন। এবং মব সন্ত্রাস, অপতৎপরতা ঠেকাতে অব্যাহত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যর। নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেই লক্ষ্যে এই বাস কাউন্টার গুলোকে সজাগ করার জন্য এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তনয় ট্রাভেলস প্রতি টিকিটে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি ভাড়া নেওয়া ধরা পরে।এছাড়াও সেনাবাহিনী সংশ্লিষ্ট বাস কোম্পানিকে সতর্ক করে এবং ঘটনাস্থলেই সংশ্লিষ্ট যাত্রীদের অতিরিক্ত টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। সেনাবাহিনীর এই পদক্ষেপে যাত্রী ও স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। নওগাঁ অস্থায়ী আর্মি ক্যাম্প ৪ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর সদস্যরা জানান, সর্বোপরি মব সন্ত্রাস সহ যে সকল অপরাধমূলক কাজ রয়েছে, সেগুলো বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।সেনাবাহিনীর সাথে জেলা প্রশাসন এক হয়ে কাজ করছে। সেনাবাহিনী আরও বলেন, আমরা যতক্ষণ মাঠে আছি, কোন অপরাধ মূলক কাজ হতে দেব না। জনমনে যাতে শান্তি ফিরে। এই লক্ষ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরায় জাতীয় নির্বাচন বিষয়ে তরূণ নেতৃত্বাধীন সংলাপ অনুষ্ঠিত হয়েছে

Share the post

Share the postআবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় নির্বাচন নিয়ে তরূণ-নেতৃত্বাধীন সংলাপ তারুণ্যের কন্ঠে জনগণকেন্দ্রিক ইশতেহার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, নাগরিক কমিটির সদস্য, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্যদের সমন্বয়ে স্থানীয় চাহিদা নিরূপনে নির্বাচনী ইশতেহার  শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে (লেকভিউ) […]

একই স্থানে তৃতীয় হত্যাকাণ্ড: আতঙ্কে সিরাজগঞ্জের শিয়ালকোলবাসী

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি : রহস্যে ঘেরা মঞ্জু মিয়া হত্যার ঘটনায় এলাকায় উদ্বেগ।ভোররাতের নিস্তব্ধতা ভেদ করে ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের পাকা রাস্তার পাশে মিলল এক যুবকের নিথর দেহ। চারদিকে রক্তের দাগ, পাশে পড়ে আছে মোটরসাইকেলটি। নিহতের নাম মঞ্জু মিয়া (৩৮)। তিনি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সরাইচন্ডী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। বৃহস্পতিবার (৯ […]