গাজীপুরে ১৪০০ পিস নেশা জাতীয় Tapentadol ট্যাবলেট সহ গ্রেফতার।

Share the post
জুলফিকার আলী জুয়েল,ব্যুরো প্রধান, গাজীপুরঃগাজীপুরের কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকা থেকে ৩১/৫/২০২৫ রাত ৩ ঘটিকার সময় ১৪০০(এক হাজার চারশত)পিস নেশা জাতীয় Tapentadol ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
কাশিমপুর থানার এসআই(নিঃ)/মোঃ আরিফ হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় কিলো-৪নাইট ডিউটি করাকালে ৩১/৫/২০২৫  ইং রাত ৩ ঘটিকার সময় জিএমপি,কাশিমপুর থানাধীন মাধবপুর সাকিনস্থ ওয়াপদা রোডের মাথায় পাঁকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে আসামী ১) সোহানুর রহমান সোহান (২৬), পিতা- আব্দুল সালাম,মাতা-মোসা:সাহিদা খাতুন।২)লিপা আক্তার (২৫),পিতা-বিনা,মাতা মৃত জমিলা বেগম,স্বামী মো:সোহান, উভয় সাং লক্ষীখোলা থানা- মুক্তাগাছা,জেলা ময়মনসিংহ, এ/পি সাং দক্ষিন কমলেশ্বর (জাফরিন এর বাড়ীর ভারাটীয়া),থানা-গাছা,গাজীপুর মহানগর, গাজীপুরদ্বয়কে আটক করিয়া তল্লাশিকালে তাহাদের হেফাজত হইতে মোট ১৪০০(এক হাজার চারশত) পিস নেশা জাতীয় Tapentadol ট্যাবলেট ও বিক্রয়লব্ধ বিভিন্ন মূল্যমানের মোট ১১০০( এক হাজার একশত) টাকা সহ জব্দ করেন।
এ বিষয় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মনিরুজ্জামান মনির জানান, আসামীদের বিরুদ্ধে মামলা নং ২৮,তারিখ ৩১/৫/২০২৫ ইং ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (৩৬)১ এর সারণি ২২/৪১ ধারা রজু করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

গাজীপুর জেলাধীন কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকল্পে কর্মী সভা অনুষ্ঠিত।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃ প্রধান অতিথিঃ গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। সভাপতিত্ব করেনঃ উপজেলা বিএনপির আহ্বায়কমোঃ নূরুল ইসলাম সিকদার, সঞ্চালনায় ছিলেনঃ উপজেলা বিএনপি’র সদস্য সচিব এম আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে

Share the post

Share the postগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি ছিলেন ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর গাজীপুর জেলা প্রতিনিধি। তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। বাবা হাসান জামাল। পেশাগত কারণে পরিবার নিয়ে