দুর্গাপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃমহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে দলীয় কার্যালয়ে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং স্বনির্ভর বাংলার রুপকার।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠায় স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। তিনি জাতীয়তাবাদ ভিত্তিক এক কালজয়ী দর্শন প্রতিষ্ঠা করে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মত্যাগ ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উনার রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করে দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনি, পারভেজ হাসান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক নিরঞ্জন দেবনাথ, সদস্য সচিব আলমগীর হোসেন, আহসানুল হক লালু, পৌর যুব দলের যুগ্নআহবায়ক এখলাস খান, উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, সদস্য সচিব হারেজ গণি, বিএনপি নেতা আনোয়ার হোসেন আসাদ, উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আউয়াল, জেলা বিএনপির সাবেক সহ:সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান প্রমুখ।
এছাড়া স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, যুবদল সহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।