ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি “সোহরাব আল হোসাইন”
মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি: ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সোহরাব আল হোসাইন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ঢাকা জেলার মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)।
ঢাকা জেলা পুলিশ এর তথ্যমতে, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সার্বিক বিবেচনায় ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন। এর আগেও একাধিক পুলিশি দপ্তরে দায়িত্ব পালনকালে বিশেষ ভূমিকা রাখায় প্রায় ডজন খানেক শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন চৌকস এই পুলিশ কর্মকর্তা