পিরোজপুর প্রতিনিধি :পিরোজপুরে বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের কৌশরের যত্ন নিশ্চিতকারণ সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের মিলনায়তনে সভায় সভাপতিত্ব করনে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট ও পৌর প্রশাসক মো: সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন, জেলা হাসপাতালের কনসালটেন্ট (গাইনী) ডাঃ ফারহানা রহমান সহ বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন , আমাদের সবাই কে মনে রাখতে হবে আজকের কিশোরী আগামী দিনে একজন মা। তাই কৌশর কালে থেকেই তাদের যত্ন নিতে হবে। তাদের স্বাস্থ্য সচেতন করে তুলতে হবে। তাহেলই আমরা আগামীতে সুস্থ একজন মা পাবো।