

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চন্দ্রপুর গ্রামে পূর্ব শক্রতার এক মামলার জেরে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৬ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার কসবা মূল্য গ্রাম ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ফোরকান ভুঁইয়া মেম্বার বলেন এই ঘটনার হুকুম দাতা ছোটন মিয়া, পিতা মৃত্যু জলিল মিয়া তার হুকুমে জাহাঙ্গীর ফকিরের বৌ আমার পাটর্নার শফিকুল ইসলাম নামে পুকুর থেকে মাছ চুরি অপরাধে একটি মামলা করেছে। এই মামলার জেরে দরে আজ জাহাঙ্গীর ফকিরে ছেলেরা আমার পুকুরে বিষ দিয়েছে।আরো বলেন
পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আমার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারলে গেল রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করে এতে পুকুরে মাছ আনুমানিক মূল্যে প্রায়১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে তারা।প্রতিবেশিরা বলেন, ফোরকান মেম্বার পুকুরে কেবা কাহারা রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করেছে। রোববার সকাল ভোরে দেখতে পান পুকুরে মাছ মরে ভসে উঠতে, পুকুরে থাকা বেশির ভাগ মাছেই মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। কসবার থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, আমার কাছে কয়কজন ফোন দিয়েছে, বিষয়টি শুনেছি এই পর্যন্ড আমার কাছে কেউ আসে নাই অভিযোগ দিলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।