দণ্ডবিধির” অপরাধের কারণে ওয়ার্ড যুবদলের নেতা গ্রেফতার’!
মোঃ আলমগীর হোসাইন গাজীপুর প্রতিনিধিঃভাঙচুর ও মারামারি মামলায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানা ৮নং ওয়ার্ড যুবদলের নেতাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়া হয়।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে তাকে থানা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। কোর্ট তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন এ তথ্য জানান।
সোমবার রাত ৮টায় কোনাবাড়ীর দেউলিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কোনাবাড়ী মেট্রো থানার এসআই হেলাল (মামলার তদন্ত) এর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি হলেন– কোনাবাড়ী দেউলিয়াবাড়ী এলাকার আব্দুর রাজ্জাক আলীর ছেলে, কোনাবাড়ী মেট্রো থানা ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রাজিব মিয়া (৩০)।
পুলিশি সূত্রে জানা যায়, একই মামলার আসামি– আনোয়ার হোসেন আনু (৩০) মোঃ দেলোয়ার হোসেন (৩৫) মোঃ জব্বার (৪০) মোঃ মোবারক (৩০) কে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি তবে আসামিদের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি আছে বলেও তিনি জানান।
পুলিশ জানায়, এর আগেও কোনাবাড়ী থানায় গ্রেফতারকৃত আসামির নামে মাদকব্যবসায়ী ও ইয়াবা সেবন সহ একাধিক নাশকতা ভাঙচুর ও মারামারির অভিযোগ ও মামলায় রয়েছে।
চাঁদাবাজি ও মাদক ক্রয়-বিক্রয় সহ ইয়াবা সেবনের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও অভিযুক্ত আসামি মোঃ রাজিব মিয়ার নামে একাধিক জাতীয় গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে।