মাহাফুজুর রহমান মিতা এম পি মহোদয়ের ব্যক্তি গত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরন
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): চট্রগ্রাম ৩ আসন সন্দ্বীপ থেকে বারবার নির্বাচিত এম পি মাহাফুজুর রহমান মিতা মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে সন্দ্বীপের প্রত্যেক ইউনিয়নের সাধারণ জনগনের জন্য ১৮০ পরিবার কে খাদ্য সামগ্রী বিরতর করেন এম পি মহোদয়। তার তহবিল থেকে আজ কালাপানিয়া ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে ১৮০ পরিবার কে খাদ্য সামগ্রী বিতরন করেন কালাপানিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জ্বনাব আলীমুর রাজি টিটু মহোদয় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলার ভাইস চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলার আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জ্বনাব মাঈন উদ্দীন মিশন মহোদয় এবং উপস্থিত ছিলেন কালাপানিয়া ইউনিয়নের সদস্যবৃন্দ ধন্যবাদ কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জ্বনাব আলীমুর রাজি টিটু মহোদয়কে তার সুন্দর নেতৃত্ব সম্পন্ন হয় খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠান বিশেষ করে ধন্যবাদ জানাই মাহাফুজুর রহমান মিতা এম পি মহোদয়কে জনগনের পাশে থাকার জন্য এবং জনগনকে সাহায্যে ও সহযোগীতা করে সন্দ্বীপের মানুষের মন জয় করে দেন সন্দ্বীপের এই রত্ন