আন্তঃনগর ট্রেনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ২ দিনের রেল অবরোধের ঘোষণা

Share the post

ইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে চারটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে পরপর দুই দিন রেল অবরোধ কর্মসূচি পালন করবে জেলাবাসী। আগামীকাল বুধবার (১৪ মে) ও পরেরদিন বৃহস্পতিবার (১৫ মে) এই রেল অবরোধ কর্মসূচি পালিত হবে। ঢাকার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ও সুশাসনের জন্য নাগরিক-সুজন আলাদাভাবে এই কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুজন নেতারা তাদের বুধবারের কর্মসূচি ঘোষণা করেন। অন্যদিকে, ঢাকার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে বৃহস্পতিবারের রেল অবরোধ কর্মসূচির কথা নিশ্চিত করেছেন, সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাড. দেলওয়ার হোসেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দিন বুধবার সকাল ১০টায় রেল স্টেশনে দেড় ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ সময় স্টেশনে মানববন্ধন কর্মসূচিও পালিত হবে। পরদিন বৃহস্পতিবারও দুই ঘণ্টা রেল অবরোধ কর্মসূচি পালিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন হিসেবে চলাচল করে বনলতা এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে।

সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সব আন্তঃনগর ট্রেন চালু হওয়া জেলাবাসীর প্রাণের দাবি। এ দাবি আদায়ে শান্তিপূর্ণ অবরোধসহ লাগাতার কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সমাজের মানববন্ধন, হত্যাকারীদের ফাঁসির দাবি

Share the post

Share the postচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত: গাজীপুরে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার গাজীপুর প্রতিনিধি ও টঙ্গী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল […]

আলজেরিয়ায় আম চাষের সকল সুযোগ দিবে দেশটি: রাষ্ট্রদূত

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ থেকে আম ও আমজাত পণ্য আমদানি করবে এবং সেদেশে আম চাষ ও প্রক্রিয়াজাত করণের জন্য বিনামূল্যে জমি, সেচ ও বিদ্যুৎ সুবিধাও দিবে আলজেরিয়া। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াকরণ টকনোলজি কেন্দ্রও গড়ে তুলতে চায় তারা। গতকাল শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও […]