উপাচার্যের পদত্যাগের দাবিতে রাতেই আমরণ অনশনে বসছে ববি শিক্ষার্থীরা
আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ রাত থেকে আমরণ অনশনে বসছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে থেকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের প্রাণের দাবি উপাচার্যের পদত্যাগ না মেনে নেওয়া হবে, ততক্ষণ আন্দোলনকারীদের একটি অংশ আমরণ অনশনে বসবেন৷ উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২৮ দিন যাবৎ আন্দোলন করে আসছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷