দায়িত্ব যেন তরুণদের হাতে,করোনা ভাইরাস প্রতিরোধে দেশ জুড়ে কাজ করছে তরুণ নেতৃত্ব”
মোজাম্মেল আনোয়ার :একটি দেশ একটি সমাজ এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তরুণ সমাজ।কোভিট-১৯ বা করোনা ভাইরাস যখন মহামারি রুপ ধারণ করে এগিয়ে চলেছে বিশ্বের আনাচকানাচে তখন বাংলাদেশে তরুণ নেতৃত্ব দুর্বার গতিতে কাজ করছে দেশব্যাপী। আজ সকালে শ্যামলছায়া আবাসিক এলাকা থেকে মুজাফফর নগর আবাসিক এলাকায় কিছু তরুণের দেখা মিলে জীবাণু নাশক স্প্রে মেশিন নিয়ে ছুটছে অলিতে গলিতে।তাদের কয়েকজনের সাথে কথা হলে জানা যায় আমরা এলাকার সচেতন নাগরিক আমরা তৃণমূল হোম কোয়ারান্টাইনে থাকলে বড়ই বেমানান। আমরা আমাদের প্রটেকশন নিয়ে কাজ করছি।ইনশাআল্লাহ করোনা ভাইরাস কে প্রতিরোধ না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলতে থাকবে।আমরা মানুষের জন্য আমরা দেশের জন্য আমরা জাতির জন্য কাজ করছি।জননেত্রী মানস কন্যা দেশরত্ন শেখ হাসিনার সকল নির্দেশনা মেনে চললে আমরা করোনা ভাইরাস হতে মুক্ত হতে পারব।এই সময় কাজ করতে দেখা যায় ছাত্রনেতা সজীব আনোয়ার ইভান,মামুন পাটোয়ারী, নির্জন,মাহি,নোভেল,মাহতাব, ইমন,আভির,মিরাজ,মিলাদ,ইজিত পাটোয়ারী সহ অন্যান্য।