

সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবস্থিত বৃহত্তর সিলেটের শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশনের ২০২৫ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রুমেল আহমেদকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সদ্য বিদায়ী ২০২৪ কার্যনিবাহী পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আলম নয়ন ১২৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা দেন।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন দেওয়ান তানভীর আহমদ, অর্থ সম্পাদক আনিকা আফরিন তিশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সবুজ মিয়া, দপ্তর সম্পাদক রাকিব হাসান,আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার সিয়াম,ক্রীড়া বিষয়ক সম্পাদক পাপন কর, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহান সুহেল,নারী কল্যাণ বিষয়ক সম্পাদক তামান্না আক্তারসহ সিলেট থেকে রাবিতে অধ্যায়রত অধিকাংশই স্থান পেয়েছে নতুন কমিটিতে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারী গুটিকতক শিক্ষার্থীদের হাত ধরে মতিহারের সবুজ চত্ত্বরে সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে শুভ সূচনা হয়েছিল জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশন ( বৃহত্তর সিলেট) রাজশাহী বিশ্ববিদ্যালয়’র।