নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগের নামে প্রতারণা, আটক ১

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ :বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চলমান নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রতারণার ফাঁদ পেতেছিল একটি দালালচক্র। প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে নওগাঁ শহর থেকে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে শহরের পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. আব্দুল মতিন (৫৩) নামে ওই প্রতারককে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন ও জাহানারা বেওয়ার পুত্র। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) ফারজানা হোসেন।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা জানতে পারি, আব্দুল মতিন এক প্রার্থীর অভিভাবকের সঙ্গে ১০ লক্ষ টাকার বিনিময়ে পুলিশে চাকরি দেয়ার চুক্তিপত্র করেন। সেই সময় তিনি ভুক্তভোগীর কাছ থেকে নগদ অর্থ এবং একটি ব্ল্যাংক চেক গ্রহণ করছিলেন। ঠিক তখনই তাকে হাতেনাতে আটক করা হয়।”পরে মতিনের বাসায় অভিযান চালিয়ে একই ধরনের আরও একটি নিয়োগসংক্রান্ত চুক্তিপত্র উদ্ধার করা হয়, যাতে দশ লক্ষ টাকার চুক্তির কথা উল্লেখ রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, “এ ধরনের প্রতারণা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ইতিপূর্বে একই ধরনের অভিযোগে দুজন প্রতারককে আটক করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”এ ঘটনায় মতিনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি ডিবি) এম এ মান্নানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নওগাঁয় প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে পরে কিশোর নিখোঁজ

Share the post

Share the post মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর থেকে তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি […]

ধামইরহাট থানায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কাণ্ডে ওসি-সহ ৬ পুলিশ প্রত্যাহার

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁর ধামইরহাট থানা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্র তছনছ কাণ্ডে থানা পুলিশের দায়িত্ব অবহেলাতে ওসি আবদুল মালেককে প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে মোট ৬ পুলিশকে প্রত্যাহার করলো জেলা পুলিশ। রোববার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। এ ঘটনায় নতুন ভাবে […]