আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার

Share the post

মাহমুদুল ইসলাম সাগর, সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যার মামলার আসামি মো. মাজহারুল ইসলাম খান (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক  মদন চন্দ্র সাহা।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মাজহারুল ইসলাম খান, আশুলিয়ার বুড়ি বাজার এলাকার মৃত আমিরুল হক খানের ছেলে।

পুলিশ এর তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বুড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে আলোচিত ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি মো. মাজহারুল ইসলাম খান (৫৮) কে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক  মদন চন্দ্র সাহা জানান, হত্যা মামলায় গ্রেপ্তার আসামী মাজহারুল খানকে আগামীকাল আদালতে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইন অনুযায়ী  কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গত ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি  আশুলিয়ার বাইপাইল এর বগাবাড়ি বাজার এলাকার নিজ মালিকানাধীন খান প্লাজায় সংবাদ সম্মেলন করে  বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের যোগদান করেছেন কিনা সে বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া না গেলেও গত সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে সক্রিয় ভূমিকা পালন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নবনিযুক্ত অধ্যক্ষ ইফতেকার আলীকে ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সংবর্ধনা 

Share the post

Share the postমো: শাকিল শেখ  সাভার (ঢাকা):ধামরাই সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ  অধ্যাপক মো.ইফতেকার আলীকে ফুলের সংবর্ধনা জানিয়েছেন কলেজ ছাত্রদল। রবিবার (১০ আগস্ট) দুপুরে ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দদের উদ্যোগে অধ্যক্ষ মো.ইফতেকার আলীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন,উপাধ্যক্ষ প্রফেসর মো.জিয়াউল হক ছাত্রদল নেতা ফাহাদ হোসেন বলেন, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে […]

ধামরাই সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ইফতেকার আলীকে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের ফুলের সংবর্ধনা

Share the post

Share the post মো: শাকিল শেখ সাভার (ঢাকা):ধামরাই সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ  অধ্যাপক মো.ইফতেকার আলীকে ফুলের সংবর্ধনা দিয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা রবিবার (১০ আগস্ট) বেলা ১২ টার দিকে ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনকালে তাকে এ ফুলের সংবর্ধনা জানানো হয়। এসময় নবনিযুক্ত অধ্যক্ষ মো.ইফতেকার আলীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এই বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা। পরে […]