মোহনগঞ্জ স্টেশন মাস্টারের ডিজি-ডিডির দোহাই; অভিনব কায়দায় ট্রেনের টিকেট কালোবাজারে

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমানের বিরুদ্ধে অভিনব কৌশলে ট্রেনের টিকেট কালোবাজারে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রেলওয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১০ এপ্রিল পর্যন্ত রেলের টিকেট শতভাগ অনলাইনে থাকার কথা। তবে নিয়ম ভেঙে স্টেশন মাস্টার আতাউর অতিরিক্ত বগি সংযুক্ত করে অফলাইনে টিকেট কেটে কালোবাজারে ছেড়ে দিয়েছেন। যাত্রীদের অভিযোগ- ঈদ উপলক্ষে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত দুটি বগি (এক্সট্রা-৪ ও এক্সট্রা-৫) সংযোজন করা হয়েছে। এর একটি কেবিন ও আরেকটি শোভন শ্রেণির। ওই দুই বগির ৯০টি টিকেট রেলওয়ের অনলাইনে পাওয়া যাচ্ছে না। আবার কাউন্টার থেকে অফলাইনেও বিক্রি করা হচ্ছে না। তবে চার-পাঁচ গুণ দামে কালোবাজারে ওই দুই বগির অফলাইন টিকেট মিলছে অহরহ।
স্টেশন মাস্টারের দাবি- রেলওয়ের ডিজি, ডিডি, জিএম, সিসিএম, এসপি, ডিজিএফআইসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিবারের সদস্যদের জন্য ওই দুই বগিট টিকেট বরাদ্দ থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই নির্দিষ্ট লোকজনকে টিকেট দেওয়া হয়। সাধারণ যাত্রীদের ওই দুই বগির টিকেট উন্মুক্ত নয়। তবে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, কর্মকর্তাদের জন্য কোন বগি বরাদ্দ রাখার নির্দেশনা দেওয়া হয়নি। নির্দিষ্ট কাউকে টিকেট দিতেও বলা হয়নি। আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল ৮টায় মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। গত বৃহস্পতিবার ও শুক্রবার সকাল সাড়ে ৭টায় হাওর এক্সপ্রেস ট্রেনের ওই দুই বগি ঘুরে দেখা গেছে, অধিকাংশ সাধারণ যাত্রীর হাতেই অফলাইনে কাটা টিকেট রয়েছে।  অতিরিক্ত দাম দিয়ে বাইরে থেকে টিকেট কিনেছেন বলে জানান তারা। ট্রেনের যাত্রী তাকসিম ও ইয়াকুব হাসান বলেন, অনলাইনে টিকেট পায়নি। কাউন্টারে গেলেও টিকেট পাওয়া যায় না। কিন্তু কালোবাজারে অনেকগুণ বেশি দামে টিকেট পাওয়া যাচ্ছে। বিপদে পরে অধিক দামে অফলাইন টিকেট কিনতে হয়েছে।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ঈদের সময় ট্রেনের টিকেট শতভাগ অনলাইনে থাকার কথা থাকলেও অফলাইনে টিকেট পাচ্ছেন অনেকে। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোহাই দেন। দুটি বগি নতুন সংযোজন করে সেগুলোর টিকেট অনলাইনে দেওয়া হয়নি। অফলাইনে বিক্রি করলেও সাধারণ জনগণকে দেওয়া হয় না। রাতে কালোবাজারে এসব টিকেট ছেড়ে দেওয়া হয়। পরে যাত্রীদের কাছে ৪-৫ গুণ দামে বিক্রি করা হয়। স্থানীয় বাসিন্দা হাসান মিয়া বলেন, টিকেট কালোবাজারি করার কারণে স্টেশন মাস্টারের বিচার হোক। যাত্রী ঠকিয়ে তিনি কালোবাজারে টিকেট বিক্রি করে দিচ্ছেন। নিজের অপকর্ম ঢাকতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোহাই দিচ্ছেন। এ বিষয়ে জানাতে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান প্রথমে বলেন, আগামী ১০ দিন পর্যন্ত ট্রেনের সকল টিকেট অনলাইনে কাটতে হবে। অফলাইনে কোন টিকেট নেই। কাউন্টার থেকে আমরা কোন টিকেট দিচ্ছি না। পরে ট্রেন ঘুরে ওই দুটি বগিতে সকল যাত্রীর কাছেই অফলাইনের টিকেট পাওয়া যায়।
এ বিষয়ে তিনি (আতাউর রহমান) বলেন, রেলের মহাপরিচালক  (ডিজি), অতিরিক্ত মহাপরিচালক (ডিডি), জেনারেল ম্যানেজার (জিএম), সিসিএম, ডিজিএফআইসহ বড় বড় কর্মকর্তাদের পরিবারের জন্য ওই দুই বগির টিকেট বরাদ্দ থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তিকে এসব টিকেট বিতরণ করা হয়। ওই টিকেট সবার জন্য উন্মুক্ত নয়। বিষয়টি অবহিত করলে রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘মোহনগঞ্জ বা নেত্রকোনায় আমার পরিবার বা কোন আত্মীয় স্বজন থাকে না। বিশেষ লোকজনকে টিকেট দেওয়া বা বগি সংরক্ষিত রাখার কোন নির্দেশনা স্টেশন মাস্টারকে দেওয়া হয়নি। বিষটি খতিয়ে দেখা হবে। পাশাপাশি  স্টেশন মাস্টার আতাউর রহমানকে ঢাকায় ডেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, আতাউর রহমান ২০২২ সালে জেলার ঠাকুরাকোনা স্টেশনের দায়িত্বে থাকাকালে ট্রেনের বগি কেটে ভাঙারির দোকানে বিক্রি করে দিয়েছিলেন। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আরো ৪৭ জনকে চোখ অপারেশনে পাঠালেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, জটিন ও কঠিন রোগে আক্রান্ত যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এমন অসহায় মানুষদের চিকিৎসা করানোর মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (১০ আগস্ট) সকালে ৬ষ্ঠ […]

নেত্রকোনার বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যু দাবির চেক হস্তান্তর  অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয় নেত্রকোনা : করবো বীমা গড়বো দেশ উন্নয়নের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামীক শরিয়াহ মোতাবেক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জোন ও সার্ভিস সেন্টারে কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোনা জোন ও সার্ভিস […]