তালতলীতে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিক্ষোভ

Share the post
মোঃনাজমুল হাসান (অপু) বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে রিপন মৃধা ও জলিল মৃধার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।বৃহস্পতিবার (৩ এপ্রিল ২৫) বেলা ১১ টার দিকে উপজেলার লাউপাড়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এ কর্মসূচিতে এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করে বিচারের দাবি করেন।
এসময় বক্তারা বলেন, গত শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার ফকিরহাট থেকে রিপন মৃধা ও জলিল মৃধা বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। এসময় লাউপাড়া বাজারে পৌঁছালে পথরোধ করে স্থানীয় বাসিন্দা আল আমিন, আলমগীর মোল্লা, মাসুম বিল্লাহ, ইলিয়াস ফরাজী ও রাজিব ফকিরসহ ১৯ জন সন্ত্রাসীরা রিপন মৃধা ও জলিল মৃধাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ হামলায় রিপন মৃধা গুরুতর আহত হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে এ ঘটনায় গত (সোমবার ৩১ মার্চ) রিপন মৃধার পিতা আনোয়ার মৃধা বাদী হয়ে তালতলী থানায় আল আমিন, আলমগীর মোল্লা, মাসুম বিল্লাহ, ইলিয়াস ফরাজী ও রাজিব ফকিরসহ ১৯ জনকে আসামি করে একটি  মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ চিহ্নিত ওই সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ হামলার বিচার দাবি করে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পনু মৃধা, শানু মৃধা, চুন্নু মৃধা, রিপন মৃধার স্ত্রী মিনারা বেগম, মা খাদিজা বেগম প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বরগুনা বিবিচিনি শাহী মসজিদে বাড়ছে পর্যটকদেন আনাগোনা।

Share the post

Share the postমোঃ নাজমুল হাসান (অপু), বরগুনা জেলা প্রতিনিধি :বরগুনার বেতাগীতে প্রায় পাঁচশত বছর পুরনো একটি নান্দনিক মসজিদের নাম বিবিসিনি শাহী মসজিদ। দৃষ্টিনন্দন এই মসজিদের স্থাপত্যরীতিতে মোগল ভাবধারার ছাপ মূর্ত হয়ে উঠেছে।উপজেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বিবিচিনি ইউনিয়নে জনপ্রিয় এই মসজিদটি স্থাপিত হয়েছে আজ থেকে প্রায় পাঁচ শত বছর পূর্বে। দেশের দূরদূরান্ত থেকে এই […]

তালতলী একাডেমিক সুপারভাইজার ছুটির নামে করছে  ফাঁকিবাজী।

Share the post

Share the postমোঃনাজমুল হাসান (অপু),বরগুনা জেলা প্রতিনিধি :কর্মস্থল ফাঁকি দেওয়া নেশা ও পেশায় পরিনত হয়েছে উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসুর। আপন ঠিকানা পটুয়াখালীর গলাচিপায় বসে বরগুনার তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সকল দায়িত্ব পালন করেন তিনি। কর্মস্থলে না থাকলেও হাজিরা খাতায় তাহার নিয়মিত স্বাক্ষরের ঘটনা বিরল। জানা যায়, নিয়মনীতির তোয়াক্কা না করা যেন তার […]