ঈদে বাড়ি ফিরতে না পারা মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা

Share the post

মো. নজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি : ঈদ সবার জন্য আনন্দের দিন। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর এ দিনটিতে অনেক শিক্ষার্থীই নানা কারণে বাড়ি ফিরতে পারেন না। তাদের ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে বিশেষ খাবারের আয়োজন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা এবং এফটিএনএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক।

অর্থনীতি বিভাগের হলে থাকা শিক্ষার্থীদের জন্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা খাবারের ব্যবস্থা করেন, আর অধ্যাপক ড. মো. আজিজুল হক শিক্ষার্থীদের সঙ্গে একত্রে মধ্যাহ্নভোজে অংশ নেন।

অধ্যাপক ড. মো. আজিজুল হক বলেন, “ঈদেও কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে থেকে যায়। কেউ পারিবারিক শূন্যতায়, কেউ স্বপ্নপূরণের মিশনে এতটাই নিবেদিত যে উৎসবেও আনন্দে মাততে চায় না। আমার নিজের শিক্ষাজীবনেও এমন ব্যতিক্রমী মানুষদের দেখেছি। তাই, যখন জানতে পারলাম আমার বিভাগের কিছু শিক্ষার্থী এবারের ঈদেও ক্যাম্পাসে থাকছে, তখন তাদের সঙ্গে ঈদের দুপুর কাটানোর সিদ্ধান্ত নিই। তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি এবং নিজেও তাদের সঙ্গে অংশ নিয়েছি। এ অনুভূতির কোনো সীমা নেই।”

অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা বলেন, “ঈদের দিন সবাই পরিবারে ভালো খাবার খেতে পারে, কিন্তু হলে থাকা শিক্ষার্থীদের সে সুযোগ নেই। তাই তাদের জন্য এ ছোট আয়োজন করেছি।”

এ মহতী উদ্যোগ শিক্ষার্থীদের মনে ঈদের আনন্দকে আরও গভীর ও হৃদয়গ্রাহী করে তুলেছে। প্রিয়জনদের থেকে দূরে থাকলেও এই উষ্ণ আয়োজন তাদের একাকীত্ব লাঘব করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবি’র লালন শাহ হল পরিদর্শনে উপাচার্য

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সার্বিক অবস্থা ও খোঁজখবর নিতে সশরীরে হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি হল পরিদর্শনে আসেন। এ সময় হলের লাইব্রেরীর জন্য নিজ অর্থায়নে ৫ হাজার টাকা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর […]

ইবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর এলাকায় পূবালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর অঞ্চলপ্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, কুষ্টিয়া শাখার […]