নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে নেত্রকোনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ মার্চ) বেলা ১২টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সমানের সড়কে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়।
এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে ও নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খন্দকার অলি উল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা রোভারের কমিশনার অধ্যাপক রফিকুল্লাহ হক চৌধুরী কামাল, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক ও জিপি অ্যাড. মাহফুজুল হক, অধ্যক্ষ আনোয়ার হাসান, অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা প্রেস ক্লাবের সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী, কবি এনামূল হক পলাশ, গণধিকার পরিষদের নেতা তারিক জামিল ফয়েজী, এনসিপি’র কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা খান মোজতাহিদ প্রমুখ।
এতে বক্তারা বলেন, নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্ত একটি গণবিরোধী সিদ্ধান্ত, সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে অবকাঠামো তৈরি করার জন্য জোরালো দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন এ কর্মসূচীতে অংশগ্রহণকারী সর্বস্তরের জনগণ। কবি এনামূল হক পলাশ তার বক্তব্যে, ‘মফস্বলের মেডিকেল কলেজ বন্ধ করে নাগরিকদের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার মত গণবিরোধী কাজ না করার জন্য সরকারের প্রতি আহবান রাখেন। প্রয়োজনে ঢাকা শহরের মেডিকেল কলেজগুলো মফস্বলে নিয়ে আসার দাবিও জানান তিনি। এ কর্মসূচীতে নেত্রকোণা মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরে সিপিবি‘র লাল পতাকার মিছিল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা কমিটির দুই দিনব্যাপী ২২তম সম্মেলন শুরু হয়েছে। শনিবার (০৯ আগস্ট) বিকেলে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন, সিপিবি‘র কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ্ আলম।এ উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে ১ম দিনের উদ্বোধনী আলোচনা সভায় সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ […]

ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায়, আরো ২৪ জন ফিরে পেলেন চোখের আলো

Share the post

Share the postদুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, জটিন ও কঠিন রোগে আক্রান্ত যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এমন অসহায় মানুষদের চিকিৎসা করানোর মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এরই প্রেক্ষিতে দুর্গাপুর উপজেলার আরো ২৪ জনের চোখ […]