ভোলায় এক্সিম ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন

Share the post

মোঃ সামিরুজ্জামান প্রতিনিধি – চ্যানেল ২১:আর্থিক ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় এক্সিম ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন করা হয়েছে। চরনোয়াবাদ এক্সিম ব্যাংক আউটলেটের আয়োজনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোকাম্মেল হক। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থাটির পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল এবং অতিরিক্ত পরিচালক মোঃ আজাদ হোসেন। এছাড়া ব্যাংকের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “আর্থিক সাক্ষরতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সঠিকভাবে বুঝে, যাচাই করে আর্থিক সিদ্ধান্ত নিতে হবে। ব্যাংকিং লেনদেন সম্পর্কে সচেতন হয়ে সঠিক বিনিয়োগ ও সঞ্চয়ের পথ খুঁজে নিতে হবে।” এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিক খাত সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি, ব্যাংকিং সুবিধা ও সঠিক আর্থিক পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]