ধারের টাকা শোধ করতে না পারায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে চল্লিশোর্ধ্ব ব্যক্তির বিয়ে!

Share the post

মোঃ সামিরুজ্জামান,  ভোলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ধারের টাকা পরিশোধ করতে না পারায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে তার পরিবারের অজান্তে চল্লিশোর্ধ্ব শিপন হাওলাদারের সঙ্গে বিয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে শিশুটির ফুপু জাহানারা বেগমের নাম এসেছে।

শিশুটির বাড়ি পটুয়াখালীর টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে, আর শিপনের বাড়ি বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে। ঘটনার পর থেকে শিশুটির পরিবার আতঙ্কে রয়েছে, কারণ তাকে দু’বার জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এলাকাবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।

শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় চার মাস আগে শিশুটির বাবা নজরুল ইসলাম তার ফুপু জাহানারা বেগমের মাধ্যমে ৪০ হাজার টাকা ধার নিয়েছিলেন। ঋণের বোঝা সামলাতে না পেরে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপর প্রায় এক মাস আগে জাহানারা বেগম শিশুটিকে বেড়ানোর কথা বলে শহরের একটি বাড়িতে নিয়ে যান এবং ভয়ভীতি দেখিয়ে শিপনের সঙ্গে বিয়ে দেন।তবে অভিযুক্ত শিপন হাওলাদার ও জাহানারা বেগম এই অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম চ্যানেল ২১ কে জানিয়েছে, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভোলার মনপুরায় ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

Share the post

Share the post মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি :ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৩ মার্চ) দুপুরে এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভিজিএফ চাল বিতরণে অনিয়মের প্রতিবাদকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে […]

ভোলার চরফ্যাশন উপজেলার অন্তর্গত কর্তার হাটে প্রকাশ্যে হামলা, আহত আবু ডুবাই, লুট ৭ হাজার টাকা

Share the post

Share the postমুহাম্মদ রনি, চ্যানেল ২১ নিউজ:ভোলার চরফ্যাশন থানার অন্তর্গত কর্তার হাট বাজারে প্রকাশ্যে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। মৌলবি বাড়ির আবদুল্লাহ নামে এক ব্যক্তি আবু ডুবাই নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে এবং তার পকেট থেকে ৭ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। আহত আবু ডুবাইয়ের বাড়ি গজারিয়া ইউনিয়নের ইলিশাকান্ধি গ্রামে, তিনি […]