গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে ইবিতে প্রতিবাদের ঝড়

Share the post
সুবংকর রায়, ইবি প্রতিনিধি :যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হত্যাকাণ্ড ও ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। পরবর্তীতে ক্যাম্পাসের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বন চত্বরে সমবেত হয়।
এ সময় শিক্ষার্থীদের- নারায়ে তাকবির, আল্লাহু আকবার; বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো; বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ওহুদের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ফি ফ্রি প্যালেস্টাইন; অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাচতে চাই; ফিলিস্তিনের কারণে, ভয় করিনা মরণে; বয়কট বয়কট, ইসরায়েল বয়কট; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ষ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এসময় বক্তারা বলেন, ‘প্রতিনিয়ত ইসরায়েলি বাহিনীর বর্বরতার শিকার হচ্ছে ফিলিস্তিনির সাধারণ মানুষ। আজকে যারা মানবতার কথা বলে তারাই এখন বর্বরতার পক্ষে অবস্থান নিয়েছে। পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি আওড়ান। অথচ ফিলিস্তিনের বেলায় তাদের মানবতা কাজ করে না। ফিলিস্তিনিদের এই ন্যায্য অধিকারের বিষয়ে তারা কোনো মন্তব্য করছে না। অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি বর্বর হত্যাকাণ্ড বন্ধের দাবি জানাচ্ছি। এ নির্মম গণহত্যা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে। সেই সাথে বিশ্বের সকল মুসলমানদের এক হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবিতে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা ও শ্রীকৃষ্ণ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগের ভিত্তিতে তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অভিযোগের পেছনের প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। […]

উচাং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইবির সমঝোতা স্মারক পর্যালোচনা বৈঠক

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে চীনের উচাং ইউনিভার্সিটি অফ টেকনোলজির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. […]