হাসপাতালের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি
আশিকুর রহমান, নরসিংদী :–
নরসিংদী সদর হাসপাতালের ভিতর অবস্থিত পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসুূতী এক মায়ের নিকট থেকে ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি প্রদান করেন ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম।
ঘুষের টাকা ফেরৎ দেওয়ার বিষয়ে গ্লোবাল টেলিভিশনে সংবাদ প্রকাশের পর জেলা জুড়ে ব্যাপক আলোচনায় আসে হাসপাতালটি।
গত শনিবার (১৫ মার্চ) স্থানীয় ওই সাংবাদিক সহ কয়েকজন সাংবাদিক পরবর্তী সংবাদের জন্য মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়ে ভবনের ভিডিও ধারনের সময় তেরে আসেন ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, হাসপাতালের কম্পাউন্ডের ভিতরে কোন সাংবাদিক প্রবেশ করতে হলে আমার অনুমতি নিতে হবে। আর আপনি কার অনুমতি নিয়ে ভিডিও করতেছেন। যানেন আমি কি করতে পারি অনুমতি ছাড়া ভিডিও করার করনে আপনার বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলা করতে পারি। আর অনুমতি ছাড়া আপনি কোন ভবনের ভিডিও বা ছবি তুলতে পারবেন না। এ সময় সদর হাসপাতালে বসা ছিলেন জেলা সির্ভিল সাজন ডা. আমিনুল হক। পরে তিনি গণমাধ্যম কর্মীদের তার রুমে যেতে বলেন। এর পর উনার রুমে গেলে পুর্বে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের স্বাথ্য কর্মীদের বেতন পাচ্ছেনা প্রায় আট মাস যাবৎ উক্ত নিউজে বক্তব্য দিতে রাজি ছিলনা সিভিল সার্জন, নিউজে উনার নাম উল্লেখ্য করায় বিভিন্ন হুমকি স্বরূপ কথাবলেন সংবাদ কর্মীদের। আর এসময় ওই ডা: মো. আশরাফুল অনুমতি ছাড়া ভবনের ছবি ও ভিডিও করার বিষয়টি গনমাধ্যম কর্মীরা উপস্থাপন করলে ভবনটি সিভিল সার্জনের নয় বলে জানান এবং সাংবাদিকদের সাথে অসাধাচরণ করে রুম থেকে বের করে দেন।
এ নিয়ে সাংবাদিক ও সুশীল মহলে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।