সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীকে হেনস্তা করায় বিহঙ্গ পরিবহনের ৬ বাস আটক
আলিফুল ইসলাম আলিফ , সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
রাজধানীর পুরান ঢাকার সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রকে হেনস্তার ঘটনায় বিহঙ্গ পরিবহনের ৬ টি বাস আটক করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাসগুলো আটক করে ক্যাম্পাসের সামনে নিয়ে আসেন শিক্ষার্থীরা। জানা যায়, সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের (২১-২২) সেশনের শিক্ষার্থীর নাহিদ খান হাফ ভাড়া দিতে চাইলে তাকে হেনস্তা করেন ওই বাসের হেলপার।
ওই ছাত্র পরবর্তীতে কলেজ ক্যাম্পাসে এসে তার বন্ধুদেরকে জানালে তারা বিহঙ্গ পরিবহনের বাসগুলো আটকে রাখেন। তবে হেনস্তাকারী হেলপার ও বাসটিকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ওই ভুক্তভোগী শিক্ষার্থী ঘটনার বর্ণনা দিয়ে বলেন ,” আমি সকাল ১২ টার দিকে বিহঙ্গ পরিবহনের একটি বাসে করে যাচ্ছিলাম। তখন বাসের হেলপার ভাড়া চাইলে আমি তাকে যথারীতি স্টুডেন্ট ভাড়া দেই। কিন্তু তখন হেলপার আমাকে হেনস্তা করে। এবং নানাধরণের কটু মন্তব্য করে। আমি এর প্রতিবাদ করতে গেলে আমাকে ধাক্কাদেয়। এজন্য আমরা বিহঙ্গ পরিবহনের ছয়টি বাস আটকে রেখেছি। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি যে হেনস্তার শিকার হয়েছি তা যেন আর কোনো শিক্ষার্থীর সাথে না হয়।