কচুয়া শ্রীরামপুর আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুর রশিদ প্রধানের মৃত্যু বার্ষিকী পালিত

Share the post
আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি
কচুয়ায় শ্রীরামপুর মোহাম্মাদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, মোহাম্মদীয়া জামে মসজিদ,ও মোহাম্মদীয়া নূরানী মাদ্রাসাসহ বহুদ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আব্দুর রশিদ প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে মরহুমের নিজের প্রতিষ্ঠান উপজেলার শ্রীরামপুর মোহাম্মাদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে আব্দুর রশিদ প্রধানের স্মৃতি স্মারন করে আলোচনা সভা, বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি নুরুল আলম মজুমদারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা কবির হোসেন মুন্সির পরিচালনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মনির হোসেন,সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম মাস্টার, শ্রীরামপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম,ইবতেদায়ী শিক্ষক ক্বারী মোস্তফা আনোয়ারী, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক আফাজ উদ্দিন মানিকসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন মোস্তফা আনোয়ারী ও মরহুম আব্দুর রশিদ প্রধানের রুহের মাগফিরাত কামনায় ও মরহুমের জৈষ্ঠ্য সন্তান সাবেক মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সভাপতি নাছির উদ্দিন প্রধানের সুস্থতার বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মনির হোসেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।