

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ অধিকার, সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই স্লোগানে নানা আয়োজনে মানিকছড়িতে নারী দিবস পালিত হয়েছে।শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয় নারী দিবসের আলোচনা সভা।
আলোচনা সমালোচনায় সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ কামরুল আলম, সভায় প্রধান অতিথি ছিলেন,মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভুমি,সৈয়দ সাফকাত আলী ও মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মেখ মাহমুদুল হাসান রুবেলসহ উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, স্কুল শিক্ষক,বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা ও এজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় নারী দিবসের কর্মসূচীতে বক্তারা বলেন, যদিও নারীরা এগিয়ে যাচ্ছে,কিন্তু অসৎ মন মানসিকতার মনুষত্বরুপি ঘাতকদের অনাচারে-অত্যাচারে নারীর অগ্রগতি ভূলন্টিত হচ্ছে। সময় এসেছে নারী-পুরুষ ভেদাভেদ ভূলে দেশকে এগিয়ে নেওয়ার।