Discipline Bangladesh টিমের পক্ষ হতে বড় পরিসরে “শহর ক্লিনিং” কর্মসূচি
ডেস্ক রিপোর্ট : বুধবার Discipline Bangladesh টিমের পক্ষ হতে বড় পরিসরে “শহর ক্লিনিং” কর্মসূচি করতে যাচ্ছি। সেখানে আমাদের স্লোগান থাকবে “যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলি,পরিস্কার-পরিচ্ছন্ন শহর গড়ি”। এই কর্মসূচিতে আমরা ক্লিনিংয়ের পাশাপাশি আশাপাশের মানুষজনকে লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন হতে উদ্ভুদ্ধ করবো। উক্ত কর্মসূচিতে সবার উপস্থিতি কামনা করছি। আশাকরি সবাই অংশগ্রহণ করে আমাদের ক্লিনিং কর্মসূচি সফল করবেন।
আমরা আমাদের ডিসিপ্লিন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।