ফরিদপুরের সালথায় দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ এবং ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে ফেসবুকে

Share the post

অনলাইন ডেস্কঃ ফরিদপুরের সালথায় দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ এবং ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে ফেসবুকে প্রচারের অভিযোগ পাওয়া গেছে। সালথা থানা পুলিশ এ অভিযোগে শাকিল নামে একজনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে যুগীকান্দা লক্ষনদিয়া গ্রামের মাসুদ ফকিরের ছেলে শাকিল ও তার বন্ধু বজলু মাতুব্বরের ছেলে জাবের মাতুব্বর ধর্ষণ করে। এ সময় ধর্ষণের চিত্র মোবাইলে ভিডিও করে। ধর্ষণকালে এ কথা কাউকে জানালে ওই মেয়েসহ তার মা বাবা ও পরিবারের সবাইকে খুন করে ফেলবে বলে ধর্ষণকারীরা হুমকি দিয়ে যায়। লোকলজ্জা ও প্রাণের ভয়ে মেয়েটি কাউকে এ কথা না বললেও ধর্ষক দুজন পরবর্তীতে সে ভিডিও নিজেরা ফেসবুকে প্রচার করে। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্ঠি করে। পরে বাধ্য হয়ে মেয়েটি তার অভিভাবককে ঘটনাটি জানায়। ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর অভিভাবকেরা এলাকার সমাজপতিদের নিকট বিচারের দাবি জানালেও কোন বিচার পায়নি। ভুক্তভোগী মেয়েটির ভাই বলেন, ‘গত ৫ এপ্রিল রাত নয়টার দিকে তার বোন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে শাকিল ও জাবের তার মুখ চেপে ধরে বাড়ির পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে তা আবার ফেসবুকে প্রচার করে। এ সময় ওরা আমার বোনকে হুমকি দেয় একথা কাউকে বললে খুন করে ফেলবে। তাই ও আমাদের কিছু বলেনি। পরে সে ভিডিও মোবাইলে ছড়িয়ে পড়লে আমরা বোনকে চাপ প্রযোগ করলে সব খুলে বলে। এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করে।’ পুলিশ ঘটনার সঙ্গে জড়িত শাকিলকে গ্রেপ্তার করেছে। সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনার মূল অপরাধী শাকিলকে গ্রেপ্তার করেছি। জাবেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মশা কাদের বেশি কামড়ায়?

Share the post

Share the postগরমের দিনগুলোতে মশার উপদ্রব বেড়ে যায় আর সেই সঙ্গে বাড়ে মশার কামড়ের যন্ত্রণা। কিন্তু কখনো কি ভেবেছেন, মশা সবাইকে সমানভাবে কামড়ায় না কেন? গবেষণায় দেখা গেছে, মশা বিশেষ কিছু রক্তের গ্রুপের প্রতি বেশি আকৃষ্ট। একাধিক বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ মিলেছে যে, ‘O’ গ্রুপের রক্তধারীরা মশার বিশেষ শিকার। জাপানের একটি গবেষণা অনুসারে, O গ্রুপের রক্তধারীদের মশার কামড়ের […]

ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় এতিম কিশোরকে পেটালেন শিক্ষক

Share the post

Share the postহাসপাতালের মেঝেতে ব্যথা আর যন্ত্রণায় কাতরাচ্ছে এতিমখানার কিশোর সাগর হোসেন (১৬)। লাঠির অসংখ্য আঘাতে দগদগে ক্ষতচিহ্ন তার শরীরে। শরীরের প্রতিটি অংশের এই ক্ষত দেখে নিজেকে সামলাতে পারছেন না তার মা। ছেলের ওপর নির্যাতনের ক্ষতগুলোতে হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। আর অঝোরে কাঁদছেন।  ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর আদর্শ এতিমখানার শিক্ষার্থী সাগর হোসেনকে নির্যাতনের পর হাসপাতালে […]