বর্ণিল আয়োজনে চট্টগ্রামের বেবী সুপার মার্কেটে মেগনেটো Megneto এর উদ্ভোদন হয়ে গেল চট্রগ্রামের ২নং গেইট এলাকায় বেবী সুপার মাকের্টের পাশে মেগনাটো শো-রুমের শুভ উদ্বোধন করা হয়।
চট্রগ্রাম: আজ ১৬ তারিখ সোমবার বিকাল ৪টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শো-রুম উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল।এই সময় উপস্থিত ছিলেন নুরুল আনোয়ার, তারেক আবদুল্লাহ ,দুলাল,মোরশেদ,আজিজ,ইমতিয়াজ, দিবাকর, সাবিদ,ইমু,মিরাজ,শামসুদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ । মেগনেটোর মালিক সজীব আনোয়ার ইভান বলেন আমরা এতোদিন অনলাইনে ব্যবসা করে এসেছি এখন আপনাদের দোয়ায় শো-রুম দিয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন।তার ব্যাবসায়ী পাটনার ওয়াকিল সাজিল বলেন কোয়ালিটি নিয়ে আমরা কোনো আপস করি না।সর্বনিন্ম দামে সর্বোচ্চ টা দেওয়ার চেষ্টা করবো।
