চিটাগং ইউনিভার্সিটি হিউম্যান রিসোর্স ক্লাবের উদ্যোগে ‘প্রজেক্ট কিরণ’ -এর কার্যক্রম সফলভাবে সম্পন্ন

Share the post

 আকিব উজ জামান ফাহিম : “মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?”ভূপেন হাজারিকার বিখ্যাত গানের এই লাইনগুলো আমাদের বার বার মনে করিয়ে দেয় মানুষের জন্য মানুষের সহযোগিতা ঠিক কতোটা প্রয়োজন। বেঁচে থাকার লড়াইয়ে তাই সমাজের মানুষই একে অপরের চালিকাশক্তি।

এই মূলমন্ত্রকে ধারণ করেই চট্টগ্রাম শহরের অবহেলিত মানুষদের সহযোগিতার লক্ষ্যে এগিয়ে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন Chittagong University Human Resource Club (CUHRC)।

সম্প্রতি সংগঠনটির উদ্যেগে ‘প্রজেক্ট কিরণ’- নামে একটি জনসেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয় , যার উদ্দেশ্য ছিল সমাজের নিম্নস্তরের অবহেলিত মানুষদের হাতে শীতবস্ত্র থেকে শুরু করে প্রয়োজনীয় পোষাক, কম্বল এবং খাদ্যদ্রব্য তুলে দেয়া।

এই লক্ষ্যে গত ২৯ই জানুয়ারি (রবিবার) দিনব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে সংগঠনটি তাদের কার্যক্রম শুরু করে। দিনের আলো নিভে যাওয়ার পর রাতের আঁধারে তারা ফোটাতে শুরু করেন ‘প্রজেক্ট কিরণ’-এর আলো। রাত ৯ টা থেকে তারা চট্টগ্রাম শহরের পথেঘাটে ভাসমান জীবন অতিবাহিত করা মানুষদের মাঝে ভালোবাসার উষ্ণতা ছড়ানো শুরু করেন।

উক্ত সংগঠনের গ্রিন এন্ড কমিউনিটি সার্ভিস উইং এর তত্ত্বাবধানে, ৩০ জনের অধিক স্বেচ্ছাসেবী এবং তাদের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম শহরের ২নং গেইট এলাকা, জিইসি, প্রবর্তক, চকবাজার, চট্টগ্রাম মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করা হয়। উক্ত কার্যক্রম গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে এবং প্রায় দুইশতাধিক মানুষকে শীতবস্ত্র প্রদানের মাধ্যমে সাহায্য করতে সক্ষম হয় এই ক্লাবটি।পাশাপাশি সমাজের এই বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসচেতনতার কথা চিন্তা করে এবং তাদের সুস্বাস্থ্য নিয়ন্ত্রণে একই সাথে বিতরণ করা হয়েছে সাবান, পেট্রোলিয়াম জেলিসহ বিভিন্ন সামগ্রী।

চিটাগং ইউনিভার্সিটি হিউম্যান রিসোর্স ক্লাবের প্রতিনিধিরা বলেন- ” সমাজের এই হতদরিদ্র মানুষদের খাদ্য, বস্ত্র এবং সুস্বাস্থ্য একই সাথে অবহেলিত। আমরা চেষ্টা করেছি যাতে কিছু সংখ্যক মানুষের কাছে আমরা এই সম্মিলিত প্রচেষ্টা নিয়ে পৌঁছাতে পারি। ”

বিগত বছরগুলোতে ক্লাবটি এগিয়ে এসেছে এমনই বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম নিয়ে। এর আগে গত বছর সংগঠনটি ‘আলোর ফাঁড়ি’ নামক জনসেবামূলক একটি কার্যক্রম নিয়ে এগিয়ে আসে এবং তা সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তেঁতুলিয়ায় ক্যালেন্ডার অনুযায়ী টিসিবি’র পণ্য বিতরণ করছেন না টিসিবি ডিলারগণ

Share the post

Share the postপঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপজেলার সাতটি ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ক্যালেন্ডার অনুযায়ী টিসিবি পণ্য বিতরণ করছেননা কতিপয় টিসিবি ডিলারগণ। সময়মত টিসিবি পণ্য না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে কার্ডধারীদের। বৃহস্পতিবার (১৩ মার্চ) তেঁতুলিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে খোঁজখবর নিলে এমন তথ্য পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা […]

রাবির ইংরেজি বিভগের নারী শিক্ষার্থীকে হেনস্তা : গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আল্টিমেটাম

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে হেনস্থা ও মারধরের ঘটনার পুলিশ ২৪ ঘন্টা সময় চেয়েও আসামি তন্ময়কে গ্রেপ্তার করতে না  পারায় ২ ঘন্টার আল্টিমেটাম বেধে দিয়ে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল (১২মার্চ) কাজলার পুলিশ ফাড়ি সংলগ্ন বিশ্ববিদ্যালয় গেটের সামনে শারীরিকভাবে হেনস্তা ও মারধরের […]