বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

Share the post

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে গুরুতর অবস্থায়  ঢাকায় নেয়ার পথে ওই ছাত্রীর মৃত্যু হয়। তবে নিহতের স্বজনদের দাবি এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় নিহতের বন্ধু বিজয় পলাতক রয়েছে।নিহত ওই ছাত্রীর নাম জেসি মাহমুদ। সে শহরের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও সদর উপজেলার কেওয়ার এলাকার সেলিমের মেয়ে। সে মায়ের সঙ্গে শহরের কোটগাঁও এলাকার ভাড়া বাসায় থাকত।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে জেসি মাহমুদ কোর্টগাঁওয়ে বন্ধু বিজয় রহমানের বাসায় বেড়াতে যায়। এর পর সন্ধ্যায় জেসিকে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় বিজয়। এ সময় জেসির ভাইকে ফোন করে হাসপাতালে ডেকে এনে পালিয়ে যায় বিজয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে রাত ৮টার দিকে মারা যায় জেসি। পরে জেসির মরদেহ আবারও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শৈবাল বসাক বলেন, সন্ধ্যায় ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসে একটি ছেলে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানাস্তর করা হয়। পরে রাত ৮টার দিকে আবারও মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছি। আইনগত কার্যক্রম ও তদন্ত চলছে। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বিজয়ের মা ও বাবাকে আটক করা হয়েছে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবি’র লালন শাহ হল পরিদর্শনে উপাচার্য

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সার্বিক অবস্থা ও খোঁজখবর নিতে সশরীরে হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি হল পরিদর্শনে আসেন। এ সময় হলের লাইব্রেরীর জন্য নিজ অর্থায়নে ৫ হাজার টাকা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর […]

ইবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর এলাকায় পূবালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর অঞ্চলপ্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, কুষ্টিয়া শাখার […]